করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শচীন টেন্ডুলকার।শনিবার নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি।কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন শচীন।
টুইট বার্তায় শচীন লেখেন, নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
শনিবার (২৭ মার্চ) সকালে এক টুইটে শচীন নিজেই নিশ্চিত করেছেন। সামান্য উপসর্গ দেখা যাওয়ার পর আমার করোনা পজিটিভ হয়েছে। বাসার বাকি সবার নেগেটিভ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা বিধি মেনে আমি বাসায় কোয়ারেন্টাইনে আছি।‘
একই টুইটে শচীন স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। তিনি লেখেন ‘আমি সকল পেশাদার স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকেসহ সারাদেশের করোনা আক্রান্তদের সহোযোগিতা করে গিয়েছে।’