কোভিড থেকে মুক্ত হলেও নানা স্বাস্থ্য জটিলতায় অবশেষে হার মানলেন প্রবীণ কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ।আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এক মাস ধরে যে হাসপাতালে চিকিৎসা চলছিল, দক্ষিণ কলকাতার সেই বেলভিউ হাসপাতালেই রোববার রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বুদ্ধদেব গুহ।
গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। পরে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৩১ জুলাই ফের হাসপাতালে ভর্তি হন তিনি।
ওই হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, সাহিত্যিকের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। সেই সঙ্গে মূত্রথলিতেও সংক্রমণ দেখা গিয়েছিল। তাঁর চিকিৎসায় চার সদস্যের চিকিৎসকের দল গঠন করা হয়েছিল। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে। রবিবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর।