আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজেরিয়ায় বন্দুকধারীদের রক্তক্ষয়ী হামলায় কমপক্ষে ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে চালানো পৃথক তিনটি হামলায় তারা প্রাণ হারান।
এতে নিহতদের মধ্যে ৩৫ জন সাধারণ নাগরিক এবং ২২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেক লোক। সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তথ্যটি জানিয়েছে।
মিডিয়াটি বলছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনারে বন্দুকধারীদের হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ৩৪ জন নিহত হন। এতে আহত হয়েছেন আরও সাতজন। অজ্ঞাত বন্দুকধারীরা প্রদেশটির ওই গ্রামে আক্রমণ চালালে হতাহতের ঘটনাটি ঘটে।
এদিকে, কাদুনার আরও একটি চার্চে হামলা চালায় এক বন্দুকধারী। এতে একজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও কয়েকজন।
অন্যদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যের দুর্গম এলাকার একটি সেনা ঘাঁটিতে হামলায় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য নিহত হয়েছেন।
নাইজেরিয়ার সামরিক কর্তৃৃপক্ষের দাবি, জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে।প্রতিবেশী দেশ মালি ও বারকিনা ফাসোর মতো নাইজেরিয়াও ইসলামী জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএসের নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
২০১২ ও ২০১৩ সালের পর থেকে আফ্রিকার বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো। এরপর থেকেই সেখানকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। গ্রামগুলোতে অভিযান চালিয়ে অপহরণ, গরু চুরি ও ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। তাছাড়া প্রায়ই পশ্চিমা সেনাদের সঙ্গে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হচ্ছে সাধারণ মানুষ।
সূত্র: আল জাজিরা
এসএনআর/জিকেএস