শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আজ (রবিবার) উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ওমান।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয়েছে।
‘বি’ গ্রুপে লড়ছে ওমান-পিএনজি। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো বাংলাদেশ ও স্কটল্যান্ড। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার-আপ জায়গা করে নেবে সুপার বারোতে।
ভারতে হওয়ার কথা থাকলেও কভিড পরিস্থিতির কারণে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে সংযুক্ত আরব-আমিরাত এবং ওমান।
পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।
ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।