পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তান্ডলিয়ানওয়ালার একটি কবরস্থানের ভেতর থেকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে! এ ঘটনায় ওই অঞ্চলের স্থানীয় লোকজনের মধ্যে রীতিমতো ভয় কাজ করছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে পাকিস্তানের স্থানীয় একটি নিউজ চ্যানেল প্রতিবেদন প্রকাশ করেছে।
সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কবরস্থান থেকে যে আর্তনাদ শোনা যাচ্ছিল, তা মানুষেরই কণ্ঠের! কিন্তু কীভাবে কবরের মধ্যে পৌঁছালেন কেন জীবিত ব্যক্তি?
তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কবরস্থানে গিয়েছিলেন তার কাছের একজনের মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে। সেই সময়ই আচমকা ধস নামে। ধসের কবলে কবরে পড়ে মাটিচাপা পড়ে যান ব্যক্তি। ওই অবস্থাতেই তিনি সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকেন।